অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশে ভিন্নমত ও বহুত্ববাদকে প্রতিষ্ঠা করা হবে। নরসিংদীর মাধবদীতে নবনামকরণ করা ‘নেভাল সিরাজ সড়ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) তার ভিন্নমতের কারণে হত্যার শিকার হলেও তার আদর্শ আজও জীবিত। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নানা মত ও ধর্মের মানুষ নিরাপদে মত প্রকাশ করতে পারবে।
জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীকসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ফাওজুল কবির আহ্বান জানান, আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে এবং কোনো পক্ষ যেন প্রক্রিয়াকে বিকৃত বা দখল করতে না পারে।
তিনি বলেন, একটি সুন্দর নির্বাচনই হবে নেভাল সিরাজের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। এই বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বার্তা প্রতিফলিত হয়।