ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার কারণে ক্ষমতার অপব্যবহারের একক অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এপি জানিয়েছে, টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রীন অভিশংসনের এই প্রস্তাব উত্থাপন করলেও এতে খুব একটা বিতর্ক হয়নি। বরং তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির অনেক সদস্যও রিপাবলিকানদের সঙ্গে একত্রিত হয়ে অভিশংসনের প্রচেষ্টাটি বাতিলের পক্ষে ভোট দেন। এর আগে গ্রীন বলেন, ‘আমি এটি করছি কারণ, একক কোনো ব্যক্তির হাতে থাকা উচিত নয় ৩০ কোটির বেশি মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা—সংযুক্ত রাষ্ট্রের কংগ্রেসকে উপেক্ষা করে।’ আরও বলেন, ‘আমি এটি করছি কারণ আমি বিশ্বাস করি সংবিধান হয় অর্থবহ হবে, নতুবা তা অর্থহীন হয়ে যাবে।