'জুলাই ২৪ শহীদ পরিবার' নামে এক নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনের নেতারা বলেন, যাদের রক্তের ওপর দিয়ে দেশ স্বাধীন হলো তাদের হত্যার বিচারের কথা কেউ বলছে না। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে দ্রুত গণহত্যার বিচার দাবি করেছে সংগঠনটি। অন্তবর্তী সরকারকে নিজেদের সরকার বলে হতাশ হয়ে সংগঠনটি জানিয়েছে, হেলমেট ও পুলিশ সদস্যদের অনেককেই গ্রেফতার করা হয়নি। অভিযোগ করেন, এক দল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে আরেক দল দ্রুত নির্বাচন করে ক্ষমতায় যেতে মরিয়া। শহীদের মা জানিয়েছেন, সাত মাস পেরিয়ে গেলেও তার ছেলেকে পুড়িয়ে হত্যা করা খুনীদের বিচার এখনো হয়নি।