Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ বছর ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন আবেদন করেন এবং ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষায় অংশ নেন। মোট ৭ হাজার ৫৫৩ জন উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন। পাশের হার ৭.২৯ শতাংশ, আর ৫ জনের ফল বাতিল হয়েছে।

মানবিক শাখায় মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখায় রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখায় মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটার আবেদনকারীরা ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ফরম জমা দিতে পারবেন।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত করা যাবে। ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে জানা যাবে।

Card image

Related Videos

logo
No data found yet!