Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হবেন। তিনি বিদেশি মদদপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তোলেন এবং বলেন, ইরান অস্থিরতার মুখে পিছু হটবে না। তরুণদের উদ্দেশে তিনি ঐক্য ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনাও ঘটেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় এবং টানা ১২ ঘণ্টা দেশ কার্যত অফলাইনে ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এই অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং প্রায় ২,২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!