তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে গাজার শিশুদের প্রতি মানবিক সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চিঠিতে এমিনে মেলানিয়াকে শুভেচ্ছা জানিয়ে ছয় বছর আগে হোয়াইট হাউসে তাদের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের শিশুদের জন্য মেলানিয়ার সহমর্মিতা যেমন বিশ্বে আশা জাগিয়েছে, তেমনি গাজার জন্যও একই দৃষ্টিভঙ্গি প্রয়োজন। প্রত্যেক শিশুর অধিকার আছে নিরাপদ ও স্নেহময় পরিবেশে বেড়ে ওঠার। এটি অঞ্চল, ধর্ম, জাতি বা মতাদর্শ দিয়ে সীমাবদ্ধ করা যায় না। তিনি বলেন, গাজায় হাজার হাজার শিশু পরিচয়হীন অবস্থায় কবরস্থ করা হচ্ছে, যাদের কফিনে লেখা থাকে ‘অজ্ঞাত শিশু’। একে ইউনিসেফ ‘পৃথিবীর উপরে নরক আর নিচে শিশুদের কবরস্থান’ বলে অভিহিত করেছে। তুর্কি ফার্স্ট লেডি বলেন, এ সময়ে মেলানিয়ার কণ্ঠস্বর ফিলিস্তিনের জন্য ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। এমিনে এরদোগান বলেন, একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার আবেগের সঙ্গে একাত্মবোধ করি। আমি আশা করি, আপনি গাজার শিশুদের জন্যও একই আশার বার্তা দেবেন।