যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে অধিকাংশই শিশু। ট্রাম্পের পরামর্শে দখলদারদের এই হামলায় রক্ষা পায়নি অন্তঃসত্ত্বা নারীও। ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। হামাসের দাবি, একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়েছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের মুক্ত মানুষকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে!