বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো যা খুশি তাই করতে পারবে— এমন ধারণা প্রত্যাখ্যান করেছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড বলেছেন, বৃহৎ শক্তিগুলো যেন ইচ্ছামতো কাজ করতে না পারে, সে জন্য আন্তর্জাতিক আইনের পক্ষে থাকা জরুরি। তিনি এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের নতুন হুমকি এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রতিক্রিয়ায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে অপহরণ করে।
স্টেনগার্ড ওয়াশিংটনের বক্তব্যের সমালোচনা করে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তিনি আরও জানান, সুইডেন মনে করে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডেনমার্ক যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে একটি বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করেছে, যা ইউরোপীয় উদ্বেগকে আরও স্পষ্ট করেছে।