গাজা সরকার জানিয়েছে, ইসরাইলি হামলার ফলে এক হাজার ২৪৪টি মসজিদের মধ্যে এক হাজার ১০৯টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। যা শতকরা হিসেবে গাজার ৮৯%। ৮৩৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ২৭৫টি মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র, ওয়াকফ সম্পত্তি, কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে। ৩১৫ জন ইমাম ও বক্তা ইসরাইলি হামলায় শহিদ হয়েছেন এবং ২৭ জন মন্ত্রণালয়ের কর্মী আটক হয়ে ইসরাইলি সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছেন। আরো বলা হয়েছে, মিনারেটস কোলিশন নামে একটি আন্তর্জাতিক উদ্যোগে ধ্বংস হওয়া মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করা হবে!