রাজশাহীগামী একটি চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি দল। এতে সংহতি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ধর্ষণের বিচারহীনতার জন্য দায়ী করা হয় সরকারকে, দাবি তোলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। সুমাইয়া আক্তার বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন সফল হলেও ২১ ফেব্রুয়ারি নারী নিপীড়নের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব, ধর্ষকরা ছাড় পেয়ে যাচ্ছে। এই সময়ে বিক্ষোভরতরা রাজনৈতিক নেতাদের আশ্রয় পেয়ে ধর্ষকরা বিচারের আওতা থেকে মুক্ত হয়ে যায় বলে অভিযোগ করেন।