Web Analytics
বরিশালের মীরগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার রাতে ফেনী শহরের ট্রাংক রোডে জেলা আহ্বায়ক মাষ্টার আহছান উল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল বলেন, আসাদুজ্জামান ফুয়াদ ২০২৪ সালের রাজনৈতিক অঙ্গনের অন্যতম নেতৃত্ব। তিনি অভিযোগ করেন, বরিশালের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যারিস্টার ফুয়াদের অগ্রযাত্রা থামাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আড়িয়াল খাঁ নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

বিক্ষোভে জেলা নেতৃবৃন্দ নজরুল ইসলাম কামরুল, শাহাদাত সাজু, হাবীব মিয়াজী, নাজরাজা হাফিজ অম্লান ও কাজী জাহাঙ্গীর আলম লিটন উপস্থিত ছিলেন। দলটি ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!