Web Analytics
ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৩–০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে দুটি গোল করেন আরলিং হালান্ড—একটি পঞ্চম মিনিটে ও আরেকটি ৬৯ মিনিটে। নেদারল্যান্ডসের মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স করেন তৃতীয় গোলটি। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয় সিটি, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। পেপ গার্দিওলার দল শুরু থেকেই আধিপত্য দেখায়।

এই ম্যাচে হালান্ড গড়েছেন একাধিক রেকর্ড। মাত্র ১২২ ম্যাচ কম খেলেই তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিমিয়ার লিগের ১০৩ গোলের রেকর্ড ছাড়িয়ে যান, তার গোল সংখ্যা এখন ১০৪। পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০০ গোল-সহায়তার মাইলফলকও স্পর্শ করেন তিনি—১৬৬ গোল ও ৩৫টি অ্যাসিস্ট মিলিয়ে। চলতি মৌসুমে হালান্ডের গোল এখন ১৯।

এই জয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, নুনো এসপিরিতো সান্তোর ওয়েস্ট হ্যাম ১৭ ম্যাচে ১০টি হারে ছন্দহীন অবস্থায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!