বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এই সময়ে দেশে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয়। এদিকে, সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে রেকর্ড প্রায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল দেশে। এর আগে কোনো এক অর্থবছরে এত বেশি প্রবাসী আয় আর আসেনি। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ২৯ শতাংশ। গত জুলাই মাসে ২৪৭ কোটি ডলার বা ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার আয় দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগের বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ডলার। প্রবাসী আয়ের এই উচ্চ প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত ১০ আগস্টে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মুদ্রাবাজারে ডলারের ওপর চাপও কমেছে।