বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকরা প্রাণদানের জন্য প্রস্তুত এবং দেশের এক ইঞ্চি জমি হাতছাড়া হতে দেবে না। তিনি বলেন, শৃঙ্খলা হলো সৈনিক জীবনের মূলমন্ত্র, যা সততা, বুদ্ধিমত্তা ও আনুগত্যের মাধ্যমে বজায় রাখা হয়। আসন্ন নির্বাচনে বিজিবি নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিরাপত্তা নিশ্চিত করবে এবং সীমান্তে অব্যাহত পুশইন ঠেকাতে ভারতসহ সব ধরনের অনুপ্রবেশ রোধে কাজ করছে। নবীন সৈনিকদের মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি এবং নবীন নারী সৈনিকদের স্বাধীনতা যুদ্ধের মহান অবদানের কথা স্মরণ করিয়ে দেন।