ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে। আগেই ঘোষিত ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি এবার এই অতিরিক্ত কর যুক্ত হলো। এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বলেছে, ‘আমাদের জ্বালানি আমদানি বাজারের প্রেক্ষাপটে নির্ধারিত হয় এবং এটি ভারতের ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর লক্ষ্যে করা হয়েছে। বেশ কয়েকটি দেশ জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে, অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে শুল্ক আরোপ দুঃখজনক।’ আরও বলা হয়, ‘এ ধরনের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’ এদিকে চলতি মাসে চীন যাচ্ছে মোদি, যুক্তরাষ্ট্রের সাথে হয়নি বাণিজ্যিক চুক্তিও।