সোমবার বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্রজনতা ও আলেম সমাজ ইসকন নিষিদ্ধের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, ২৪ অক্টোবর জুমার নামাজের পর অনুষ্ঠিত মিছিলটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অথচ এক ব্যক্তি শুটিংয়ে ব্যবহৃত ডামি রাইফেল নিয়ে সাময়িকভাবে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তারা এটিকে প্রশাসনের ফ্যাসিবাদী ষড়যন্ত্র বলে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি প্রত্যাহার, প্রশাসনে থাকা ইসকনপন্থীদের উন্মোচন ও বিভ্রান্তিকর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।