ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারণের জন্য ইরানি জনগণের প্রাকৃতিক অধিকার রক্ষার জন্য আমাদের হাতে থাকা সমস্ত রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পদ ব্যবহার করব। যুদ্ধ নয়, শান্তি ও কূটনীতিই ইরানের পথ। প্রবাসীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, ইরান সবসময় গঠনমূলক মিথস্ক্রিয়া ও আন্তর্জাতিক ন্যায়বিচার চায়। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে তিনি বলেন, আলোচনার মধ্যেই ইসরায়েল নিরীহ ইরানিদের হত্যা করেছে। তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে বিশ্বাস করে এবং এই উদ্দেশ্যে আলোচনায় প্রস্তুত। তবে শত্রুদের সতর্ক করে তিনি জানান, ইরানি জাতি শান্তিকামী হলেও বশীভূত নয়।