Web Analytics
শহীদ শরিফ ওসমান হাদির লড়াই ও আদর্শ সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও প্রচারের আহ্বান জানান।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং হত্যাকারীদের প্রতি কোনো সহনশীলতা দেখানো হবে না। তিনি আরও জানান, ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জাবের আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে অংশ নেবেন।

ওসমান হাদির ভাই সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে সরকারকে দেশ ছাড়তে হবে। এই কর্মসূচি রাজনৈতিক অস্থিরতার নতুন ইঙ্গিত বহন করছে।

Card image

Related Videos

logo
No data found yet!