দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে ১২ দিনের ছুটি দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। কিছু প্রতিষ্ঠান এ নির্দেশ ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে, ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্পষ্ট করেছে যে, ছুটি ৭ অক্টোবর শেষ হবে এবং ৮ অক্টোবর থেকে ক্লাস চলবে। এ দুইদিন শুধু পরীক্ষা নেওয়া যাবে না। মন্ত্রণালয় জানায়, উদ্দেশ্য ছিল কেবল পরীক্ষাবিহীন দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিভ্রান্ত হলে মাউশির সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।