ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের অধিবাসীদের অসম্মান করছেন, বারংবার গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করার মন্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে। এর আগে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় ডেনমার্কের মালিকানাধীন এই দ্বীপটি ফের অধিগ্রহণের ইচ্ছাপোষণ করেন ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা গ্রিনল্যান্ডবাসীকে নিরাপদ রাখবো। সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করবো এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সম্মান ও শ্রদ্ধা প্রত্যাশা করি। তার কাছ থেকে এমন আচরণ অশোভনীয় ও অভাবনীয়।