বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাকে তিরস্কার শাস্তি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে উঠে আসে, ২০২৩ সালে নরসিংদীর এসপি পদে পদায়নের জন্য তিনি কথিতভাবে ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন, যদিও রাজনৈতিক পরিবর্তনের কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৩ সালের নভেম্বরে এসপি হিসেবে যোগদানের পর তিনি ও এক অধীনস্ত কর্মকর্তা অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে একই ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করেন। তদন্ত ও শুনানিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও, গুরুতর এই অপরাধের জন্য কেবল তিরস্কার দেওয়া হয়েছে, যা পুলিশ বাহিনীর জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।