তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান অভিযোগ করেছেন, জার্মানি গাজায় ইসরাইলের গণহত্যা ও দুর্ভিক্ষ দেখেও না দেখার ভান করছে। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এরদোগান বলেন, ইসরাইলের হাতে পারমাণবিক ও উন্নত অস্ত্র রয়েছে, যা তারা গাজায় ব্যবহার করছে, অথচ হামাসের কাছে এমন অস্ত্র নেই। তিনি প্রশ্ন তোলেন, “জার্মানি কি এসব দেখছে না?” তার মতে, গাজায় হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষ বন্ধ করা তুরস্ক, জার্মানি ও বিশ্বের সব দেশের মানবিক দায়িত্ব।
তিনি বলেন, তুরস্ক ও জার্মানি দুটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে একসঙ্গে কাজ করে গাজায় স্থায়ী শান্তি আনতে পারে। এরদোগান আরও আহ্বান জানান, জার্মান রেড ক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো যেন দ্রুত গাজায় গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়।
তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে ইসরাইলের নতুন হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৪৬ জন শিশু। এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন এরদোগান।