জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের নৃশংস গণহত্যার বিচারের কোনো প্রতিশ্রুতির উল্লেখ না থাকায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, মূলত শাপলা চত্বরের গণপ্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়েই জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতা দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দূরের কথা, কোনো উল্লেখই নেই! এই উপেক্ষার বিষয়টি অবশ্যই আমাদের মনে থাকবে। আরো বলেছে, ২০১৩ সালে হেফাজতে ইসলাম-এর নেতৃত্বে দেশের সমগ্র ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা শাহবাগী-আওয়ামী ফ্যাসিবাদ ও হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে গণজাগরণ অভূতপূর্ব নজির গড়ে তুলেছিল। সংগঠনটি সেদিনের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভয়াল নিপীড়নের স্মৃতি বর্ণনা করে। তারা বলছে, এমনকি তারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন; কারণ এখনো গণহত্যাকারী হাসিনার সাজানো প্রশাসন ও গোয়েন্দা ব্যবস্থার আমূল সংস্কার করতে পারেনি সরকার। এমতাবস্থার পরিবর্তন চেয়ে সংগঠনটি তাদের আত্মত্যাগ ও অবদান ভুলিয়ে দেওয়া যাবে না বলে জানান।