আকিজ রিসোর্স প্রযুক্তিনির্ভর নিয়োগ প্রক্রিয়া, তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরামর্শ ও করপোরেট নেটওয়ার্কিং সহজ করতে ‘নেক্সটজবজ’ (nextjobz.com.bd) নামে নতুন একটি ক্যারিয়ার প্ল্যাটফর্ম চালু করেছে। রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে পোর্টালটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে নেক্সটজবজ লিমিটেডের সিবিও শোয়েব হাসান, আকিজ রিসোর্সের সিবিডিও তৌফিক হাসান, সিপিও মোহাম্মদ আফসার উদ্দিন এবং আকিজ আইবিএসের সিইও জায়েদ বিন রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্স দেশের তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ ও ক্যারিয়ার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।