মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ছিল জাতীয় সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক মোড় পরিবর্তন, যা আধিপত্যবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা ঘটায়। তিনি উল্লেখ করেন, সেদিন সৈনিক ও জনতা একত্রে রাস্তায় নেমে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করেছিল, যার ফলেই মুক্তি পান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।
তারেক রহমান বর্তমান আওয়ামী সরকারকে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস, দুর্নীতি, গুম, খুন ও দমনপীড়নের অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেন, এখন জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র পুনর্গঠন ও জাতীয় স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত হয়ে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে জাতির প্রকৃত মুক্তির পথ।