বর্তমান সরকার ও বিসিবি সভাপতির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন নির্বাচনে সভাপতি পদের প্রার্থী তামিম ইকবাল। তামিম অভিযোগ করে জানান, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতানোর জন্য কাজ করছে সরকার। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে। রুটিন কাজের প্রসঙ্গটি টেনে তামিমকে দুটি অপশন দেখিয়েছেন আসিফ মাহমুদ, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে...এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।’ এর আগে তামিম বলেছিলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’