Web Analytics
বগুড়া-৬ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তার পক্ষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানের প্রার্থী হওয়া বিএনপির জন্য গর্বের বিষয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা বিএনপির রাজনৈতিক কৌশলে নতুন গতি আনতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ঘাঁটি বগুড়ায় তার প্রার্থীতা দলীয় সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!