বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রিজভী প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ড কি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয় এবং টাকা বা ধর্মের প্রলোভন দিয়ে ভোট কেনা কি বেআইনি নয়।
কোকোর মৃত্যু প্রসঙ্গে রিজভী বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং ফ্যাসিবাদী নিপীড়নের ফল। তিনি দাবি করেন, ২০১৫ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমনে খালেদা জিয়ার ওপর চালানো নির্যাতনের দৃশ্য মালয়েশিয়া থেকে দেখে কোকো মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কোকোর লাশ দেশে ফেরার পর বিএনপি নেতাকর্মী ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধেও মামলা হয় বলে তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমান সব নির্বাচনি আইন মেনে শালীনভাবে প্রচারণা চালাচ্ছেন।