ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। তাদের গ্রেফতার করতে আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’ প্রসঙ্গত, সোমবার ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। এরপর ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে কথা বলন ডিআইজি। তিনি জানান, ঘটনায় তার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং মানুষের আবেগ-অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেটি বিবেচনা করা হবে। এছাড়া হাইকোর্টে রিট হয়েছে। তিনি ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।