Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে উত্তরবঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, তিস্তা নদী পুনরুজ্জীবিত হলে উত্তরবঙ্গের জীবন ফিরে আসবে।

সমাবেশে ডা. শফিকুর রহমান গত ১৭ বছরের শাসনব্যবস্থাকে ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করে দুর্নীতি, হত্যা ও গুমের অভিযোগ তোলেন। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে এবং দলটি একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। তিনি বেকারভাতা প্রদানের বিরোধিতা করে নারী-পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, তার দলে যোগ দিতে হলে তিনটি শর্ত মানতে হবে—দুর্নীতি না করা, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ না করা এবং গত ৫৪ বছরের ব্যর্থ রাজনীতি ত্যাগ করা। তিনি উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে রূপান্তর ও প্রয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।

Card image

Related Videos

logo
No data found yet!