আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ১৬ থানার ওসিদের মধ্যে ব্যাপক রদবদল করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জানা গেছে, সিএমপির বিভিন্ন থানার ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশে, বাকলিয়ার আফতাব উদ্দিনকে কোতোয়ালিতে, সদরঘাটের আব্দুর রহিমকে বন্দরে এবং পাঁচলাইশের সোলায়মানকে বাকলিয়ায় বদলি করা হয়েছে। এছাড়া খুলশী, চান্দগাঁও, কর্ণফুলী, ডবলমুরিং, হালিশহর ও পতেঙ্গা থানাতেও ওসিদের পরিবর্তন আনা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে এবং ইপিজেড থানায় নতুন ওসি নিয়োগের প্রক্রিয়া চলছে।