আজ শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে নুরুল হক নুর বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এ কথা বলেছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। আমরা চেয়েছিলাম আজকেই লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। তিনি বলেন, কিছু দল বুঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত, সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। এটাকে সঠিক বিশ্লেষণ নয় বলে অভিহিত করেছেন নূর। তিনি বলেন, নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচন দিলে ইতিহাস অনুসারে প্রভাব ফেলবে। এজন্য ও সেবা বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। আগামী পাঁচ বছর রাজনীতিতে যুক্ত হবে না এমন রাজনীতিবিদদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানিয়েছেন এই নেতা।