ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আজ অভিযোগ উঠেছে নিয়ম ভঙ্গের। নয়টার ঠিক আগে তিনি গিয়েছিলেন ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে। সেখানে তাকে দেখা যায় জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনে। তখনই অভিযোগ উঠে নিয়ম ভঙ্গের। তবে আবিদুল জানালেন, তিনি নিয়ম মেনেই ভোটকেন্দ্রে ঢুকেছেন। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’ এর আগে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আমরা দীর্ঘসময় ভোটাধিকার হরণ নিয়ে আমরা সংগ্রাম করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে।’ আরো বলেন, ‘আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা আসুন, ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’