Web Analytics
২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতের অবস্থান আরও নিচে নেমে ৮৫তম স্থানে এসেছে—গত বছরের তুলনায় পাঁচ ধাপ নিচে। যদিও ২০১৫ সালে ভারতের ভিসা-মুক্ত গন্তব্য ছিল ৫২টি এবং ২০২৫ সালে তা বেড়ে ৫৭টিতে পৌঁছেছে, তবুও অবস্থান অপরিবর্তিত থেকেছে। রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলিও এখন ভারতের ওপরে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ বিশ্বব্যাপী ভ্রমণ প্রতিযোগিতার তীব্রতা এবং দেশগুলোর মধ্যে দ্রুত ভিসা-সহযোগিতা বৃদ্ধি। হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, ২০০৬ সালে গড় ভিসা-মুক্ত গন্তব্য ছিল ৫৮টি, যা ২০২৫ সালে বেড়ে ১০৯টিতে দাঁড়িয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত অচল মালহোত্রা বলেন, পাসপোর্টের শক্তি কেবল ভিসা সুবিধায় নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থার ওপরও নির্ভর করে। তিনি উল্লেখ করেন, ১৯৮০-এর দশকের খালিস্তান আন্দোলন ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া ভিসা মেয়াদ শেষে বিদেশে থেকে যাওয়া অভিবাসী এবং পাসপোর্ট জালিয়াতির মতো ঘটনাও ভারতের সুনাম কমিয়েছে। ২০২৪ সালে দিল্লি পুলিশ এ সংক্রান্ত ২০৩ জনকে গ্রেফতার করেছে। ধীরগতি ভিসা প্রক্রিয়াও ভারতের বৈশ্বিক ভাবমূর্তি দুর্বল করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।