২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতের অবস্থান আরও নিচে নেমে ৮৫তম স্থানে এসেছে—গত বছরের তুলনায় পাঁচ ধাপ নিচে। যদিও ২০১৫ সালে ভারতের ভিসা-মুক্ত গন্তব্য ছিল ৫২টি এবং ২০২৫ সালে তা বেড়ে ৫৭টিতে পৌঁছেছে, তবুও অবস্থান অপরিবর্তিত থেকেছে। রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলিও এখন ভারতের ওপরে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ বিশ্বব্যাপী ভ্রমণ প্রতিযোগিতার তীব্রতা এবং দেশগুলোর মধ্যে দ্রুত ভিসা-সহযোগিতা বৃদ্ধি।
হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, ২০০৬ সালে গড় ভিসা-মুক্ত গন্তব্য ছিল ৫৮টি, যা ২০২৫ সালে বেড়ে ১০৯টিতে দাঁড়িয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত অচল মালহোত্রা বলেন, পাসপোর্টের শক্তি কেবল ভিসা সুবিধায় নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থার ওপরও নির্ভর করে। তিনি উল্লেখ করেন, ১৯৮০-এর দশকের খালিস্তান আন্দোলন ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
এছাড়া ভিসা মেয়াদ শেষে বিদেশে থেকে যাওয়া অভিবাসী এবং পাসপোর্ট জালিয়াতির মতো ঘটনাও ভারতের সুনাম কমিয়েছে। ২০২৪ সালে দিল্লি পুলিশ এ সংক্রান্ত ২০৩ জনকে গ্রেফতার করেছে। ধীরগতি ভিসা প্রক্রিয়াও ভারতের বৈশ্বিক ভাবমূর্তি দুর্বল করেছে।