বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। জুলাই মাসে ছাত্রনেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালেও দিল্লি এখনো রাজি হয়নি। ভারত জানিয়েছে, তারা বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে। পাকিস্তানের এই মন্তব্যকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।