মাত্র ৩১ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় চারবার ভূমিকম্পে কেঁপে ওঠায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩.৩ থেকে ৫.৭ মাত্রার এই কম্পনে অন্তত ১০ জন নিহত ও ৬০০ জনের বেশি আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, এসব ছোট ও মাঝারি ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। বাংলাদেশের অবস্থান সক্রিয় টেকটনিক প্লেট সীমান্তে—ভারতীয়, বার্মা ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে—যেখানে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার ঘনবসতি, দুর্বল ভবন কাঠামো ও উদ্ধার প্রস্তুতির অভাব বড় বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। তারা জরুরি ভবন অডিট, বিল্ডিং কোড বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন, কারণ সাম্প্রতিক কম্পনগুলো বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।