জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জুলাই যোদ্ধারা আমাদের সঠিক পথ দেখিয়েছেন, আমরা এতদিন ভুল পথে ছিলাম, তাই সেই ভুল সংশোধন করলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব। শুক্রবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজে যাদের সম্মান করা উচিত তাদের সম্মান করা হয় না, বরং অযোগ্যদের সম্মান করা হয়, ফলে যোগ্যরা যোগ্য স্থানে পৌঁছাতে পারেন না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে ও বিদেশে সুযোগের দ্বার উন্মুক্ত, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে সর্বত্র মূল্যায়ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র আবু হান্নান লাভলু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মামুন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা ভার্চুয়ালি বক্তব্য রাখেন।