জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেছেন, গত ১৫ বছর ধরে রাজাকার-রাজাকার খেলা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক ব্যবসায় তারা তাদের মূল পুঁজি হারিয়ে এখন দিশাহারা। তিনি বলেন, দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। যারা ধর্মের নামে দাঙ্গা ছড়িয়ে বিভেদ সৃষ্টি করে, তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই। এই শব্দটি ব্যবহার করে কিছু মানুষ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে হেয় করার চেষ্টা করে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। মাসুদ বলেন, আমাদের ১০০ বছরের পুরোনো পৌরসভা রয়েছে, কিন্তু তার রাস্তাঘাটের করুণ দশা। স্কুল-কলেজের ছাদ ধসে শিক্ষার্থীরা নিহত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের এই দুরবস্থা বিশ্বের আর কোথাও দেখা যায় না। দেশের মানুষ বিভিন্ন দল ও নেতৃত্ব দেখেছে। এখন তারা জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তারা স্বপ্ন দেখে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সুবিচারভিত্তিক সোনার বাংলা গড়ার।