ফিলিস্তিনের গাজায় ইনফরমেশন-মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার প্রত্যয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যাচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম। রোববার গাজার উদ্দেশ্যে ইতালি রওনা দেবেন তিনি। এ উপলক্ষ্যে পান্থপথে দৃকপাঠ ভবনে দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির লক্ষ্য ও ফিলিস্তিনের সংগ্রামরত জনগণের প্রতি সংহতি বার্তা উপস্থাপন করেন শহিদুল আলম। তিনি বলেন, এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও আমেরিকা একসঙ্গে ফিলিস্তিনে, গাজায় মানুষকে খুন করছে। তার সঙ্গে পাশ্চাত্যের অনেকগুলো দেশ যুক্ত, তারাও সহযোগিতা করছে এবং তারাও এতে অংশীদার। কিন্তু পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ– সারা পৃথিবীর মানুষ এর প্রতিবাদও করছে এবং এই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি আগামীকাল মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে যাচ্ছি। বাংলাদেশ থেকে আমি প্রথম যাচ্ছি, কিন্তু মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এ সংগ্রামে শুধু আমাদের থাকলেই হবে না, এতে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে।