লালমনিরহাটে হাটের তিস্তার তীরে আয়োজিত কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের সঙ্গে বড় দাদা আর মস্তানমুখী আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু হিসেবে দেখতে চাই; সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা আছে সেই পাওয়া বুঝিয়ে দেওয়ার সঙ্গে। তিনি আরো বলেন, একদিকে ন্যায্য হিস্যা দেয় না, অপর দিকে সতের বছরের নিপীড়নকারী গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয় ভারত। পানির হিস্যা আদায়ের ন্যায্য সংগ্রামকে এই দেশের মানুষের বাঁচা মরার সংগ্রাম বলে চালিয়ে যাওয়ার গুরুত্বের কথা বলেন বিএনপি নেতা।