Web Analytics
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তার স্ত্রী ইসরাত জাহান ও সহযোগী আক্তারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। সোমবার (২২ ডিসেম্বর) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এই নির্দেশনা দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ জানান, আসামিদের বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। সংস্থার আশঙ্কা, তারা দেশ ত্যাগ করে বিদেশে পালাতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের বিদেশ ভ্রমণ সীমিত থাকবে বলে দুদক সূত্রে জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!