৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় নিশ্চিত করার দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে শতাধিক পরীক্ষার্থী ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন। তাদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষাগুলোর মতো তিন থেকে ছয় মাস সময় না দিয়ে এবার মাত্র ৪০ দিন প্রস্তুতির সুযোগ দেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক। পিএসসি ঘোষিত সূচি অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষাগুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে কিছু পদ-সংশ্লিষ্ট পরীক্ষা শুধুমাত্র ঢাকায় নেওয়া হবে। পরীক্ষার্থীরা দাবি করছেন, এত অল্প সময়ে বিসিএসের বিশাল সিলেবাস সম্পন্ন করা সম্ভব নয়।