ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাদিক কায়েম সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বলেন, ‘আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এ দেশের জনগণ আগেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। সেই সংগ্রামে শহীদ হয়েছেন অনেকে-শাপলায়, ক্যাম্পাসে, আর সর্বশেষ জুলাই অভ্যুত্থানে। সাদিক কায়েম বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সাঈদির রায় পরবর্তী সময় গণহত্যা চালিয়েছে, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের হাতে খুন হয়েছে অনেকে। শহীদ হয়েছেন আবরার ফাহাদ। এরপর জুলাইয়ে এসে সরকার আরেক গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে এবং ৭ দফা দাবি আদায়ে নতুন বিপ্লব দরকার।