রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আটক মোক্তারের ডিবি হেফাজতে মৃত্যুর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে কিবরিয়া নিহত হন। তার স্ত্রী সাবিহা আক্তার বাদী হয়ে মামলা করলে তদন্তের দায়িত্ব নেয় ডিবি। তদন্তে শরীয়তপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোক্তারকে আটক করা হয়। ডিবির দাবি, পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাকে ধরা হয় এবং জনতা তাকে মারধর করে। পরে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ফের কার্যালয়ে আনা হয়, কিন্তু পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ডিএমপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রধান অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।