সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এই আদেশ দেন। দুদকের অভিযোগ, আসামিরা তাদের ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে অর্জিত অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কা ছিল। ২০০৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তারা দেশি-বিদেশি মুদ্রায় ২১৬ কোটি টাকার বেশি লেনদেন করেছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী এই হিসাবগুলো জব্দ করা হয়েছে। এর আগে ১২ নভেম্বর দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।