বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর বৈশ্বিক উদ্যাপনের অংশ হিসেবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে আয়োজিত ‘এক দিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি।’ বুধবার মিশন গ্রিনেল মেইলে পাঠানো বার্তায় এই স্বীকৃতির কথা জানায় জাতিসংঘ। এ বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস ঈদের ছুটির সময়ে হওয়ায় আয়োজন করা অনেক কঠিন ছিল। তবু আমরা সেদিন একযোগে ৬৪ জেলায় বৃক্ষরোপন, বৃক্ষবিতরণ, প্লাস্টিকবিরোধী মানববন্ধন ও সচেতনতা কর্মসূচির উদ্যোগ নিয়েছিলাম। সারাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত পরিবেশবাদী সংগঠনগুলো প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।