নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেষ হবে। নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ ও ৩৭০ জন আহত হয়েছে। জেলা প্রশাসককে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান গণভবনকে ফ্যাসিস্ট জাদুঘর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন এবং স্বৈরাচারের পুনরাগমন ঠেকানোর প্রতিশ্রুতি দেন। শহীদ আদিলের মা কান্নায় ভেঙে পড়েন ও বিচার দাবি করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।