মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিশ্চিত করেছে। বড়দিনের আগের দিন বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামের পথে জোন্টেকোমাটলান শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে, যেখানে প্রায়ই বাস ও ট্রাক জড়িত থাকে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটি এসব দুর্ঘটনার প্রধান কারণ। গত নভেম্বরের শেষ দিকে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়।
বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা মেক্সিকোর সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।