Web Analytics
সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে কয়েক দিনের লড়াইয়ের পর যুদ্ধবিরতির অধীনে আলেপ্পো শহর থেকে সরে যেতে সম্মত হয়েছে কুর্দি যোদ্ধারা। রোববার এএফপি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা শেখ মাকসুদ এলাকায় অভিযান শেষ করেছে এবং আত্মসমর্পণকারী যোদ্ধাদের বাসে করে উত্তর-পূর্ব সিরিয়ায় পাঠানো হচ্ছে। সরকার ইতোমধ্যে আশরাফিয়াহ এলাকাও দখলের ঘোষণা দিয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, একটি সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আহত যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এসডিএফ দাবি করেছে, তাদের যোদ্ধাদের সরানো হয়নি এবং এটি বেসামরিক লোকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা। আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন সরকারে কুর্দিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পর এই সংঘর্ষ শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ হিসেবে দেখা দিয়েছে। এতে অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!