রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসির পাঁচ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের করা মামলায় অভিযোগ করা হয়েছে, এডিসি চুক্তি অনুযায়ী কাজ করিয়ে প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন কিউংজু কাং, ইয়ংকওয়ান চোই, জুয়োক ইয়াং, হিসোক কিম ও সায়েম চৌধুরী। এর আগে দক্ষিণ কোরিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা এখনও পলাতক। মামলার তদন্ত করছে পিবিআই, যারা জানিয়েছে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।